আমার অধিকার, নাগরিক অধিকার!

আমাদের অফিসিয়াল ইনফোসাইটে সবাইকে স্বাগতম!

আমি গোপীকা কান্ত দত্ত, সবাই আমাকে রাজু বলে ডাকেন। আমি একজন সমাজ সেবক ও আইন সেবক। আমি ২০০১ সাল থেকে সমাজ সেবা মূলক কাজের সাথে সক্রিয় ভাবে জড়িত, আমার সামাজিক কাজের জন্য ২০১৮ সালে ত্রিপুরা রাজ্য আইনী কর্তৃপক্ষ কর্তৃক রাজ্য পুরস্কার ও ২০১৯ সালে জাতীয় আইনী সেবা কর্তৃপক্ষের দ্বারা জাতীয় পুরস্কার প্রাপ্ত হই। এই ইনফোসাইটটি মে ২০২১ সালে শুরু করেছি, প্রধানত বাংলা ভাষায় এই ইনফোসাইটটি পরিচালনা করার হবে। এই ইনফোসাইটের মূল লক্ষ্য হচ্ছে, আমার গ্রাম, ব্লক, জেলা ও রাজ্যের বিভিন্ন তথ্য এবং আমার ব্যাক্তিগত মতামত নেটপাড়াবাসীদের সাথে শেয়ার করা। এই ইনফোসাইটে প্রকাশিত মতামত গুলি সম্পূর্ণ ব্যক্তিগত এবং অন্যের অভিমত বা মতামত প্রকাশ করে না। বিস্তারিত জানতে আমার অফিসিয়াল ওয়েবসাইট WWW.GKDUTTA.COM দেখতে পারেন।

আমাদের ব্লগে এই মুহুর্তের নতুন আর্টিকেল ...

শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের রেশন কার্ড ও ফেমেলি রেজিস্টার কেলেঙ্কারি!
যুবরাজনগর ব্লকের অন্তরগত সকল গ্রাম পঞ্চায়েতের জল জীবন মিশন প্রকল্পের বেনিফিশিয়ারি লিষ্ট!
শ্রীপুর গ্রাম পঞ্চায়েত: জল জীবন মিশন বেনিফিশিয়ারি লিষ্ট!

আমাদের ভারতীয় মূল্যবোধ অনুসারে সেবা হলো পরম কর্তব্য- ‘সেবা পরম ধর্ম’।

আমাদের লক্ষ্য হলো, জীবনের মান, পরিকাঠামো এবং পরিষেবার মধ্যে গুণগত রূপান্তর আনা| আমরা সকলে মিলে আমাদের স্বপ্নের ভারত গড়ে তুলব, যে স্বপ্ন দেখতেন আমাদের স্বাধীনতার যোদ্ধারা।