মারণ রোগে পরাজিত হয়ে যে মানুষ আগুণে ছাই হয়ে মিশে যায় মাটিতে, সে আমার আত্মীয়, শীর্ণ নদীপথ বেয়ে যে পচাগলা দেহ এসে পৌঁছায় জীবনতরীর আরেক বাঁকে সেও আমার আত্মীয়, কিন্তু এমন তো হওয়ার কথা ছিল না!

হাতে সময় পেয়েও যারা আগে থাকতে প্রস্তুতি নেয়নি মহামারীর; তারা দোষী, যারা সব জেনে শুনে নিয়ম না মেনে পরিস্থিতিকে হাতের বাইরে নিয়ে গেছে; তারাও দোষী, যারা এই অস্থির সময়ে  কালোবাজারি করে মানুষকে ঠেলে দিচ্ছে মৃত্যুর দিকে; তারাও দোষী, এমন তালিকা আরোও বাড়তে থাকবে হয়তো... কথায় আছে "ধর্মের কল বাতাসে নড়ে", মহাভারতে মহাপ্রস্থানের সময় ধর্ম, কুকুরের রূপ ধরে এসেছিলেন... অগুনতি দাহ আর নদীতে ভেসে থাকা দেহ দেখে কোনো তীরে দাঁড়িয়ে থাকা কুকুর হয়তো সেই ধর্মরাজের চোখ দিয়ে তাকিয়ে আছে পৃথিবীর দিকে, আর ভাবছে, এ মৃত্যু উপত্যকাই কি মানুষের দেশ!!! 



CR007390CU00422 © Bhottobabur

full-width