বিগত ২৯শে অক্টোবর ২০২০ইং (GK-7193) আমি সামাজিক যোগাযোগ মাধ্যম ও ব্লগের মাধ্যমে পানিসাগর সিডিপিও এর অধীনের বিভিন্ন সামাজিক ভাতা প্রকল্প থেকে যে সকল সুবিধাভোগীদের নাম বাতিল করা হয়েছে তাঁর তালিকা প্রকাশ করেছিলাম। সেই সঙ্গে যুবরাজনগর ব্লকের অধীনস্থ শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের ৩২ (বত্রিশ) জন সুবিধাভোগী যাদের নাম বিভিন্ন সামাজিক ভাতা প্রকল্প থেকে বাতিল করা হয়েছে তা প্রকাশ করি।

আমি এই তালিকা প্রকাশের মাধ্যমে শ্রীপুর গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ সহ অত্র এলাকার সকল নির্বাচিত জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করতে চেয়েছিলাম যাতে যে সকল উপযুক্ত ব্যক্তির নাম সামাজিক ভাতা প্রকল্প (বিভিন্ন) থেকে বাদ পড়েছে তাঁদের ভাতা যাহাতে অতিসত্বর পুনরায় চালুর ব্যবস্থা করা হয়।

তথ্য জানার অধিকার আইনের মাধ্যমে যে তথ্য প্রকাশ্যে এসেছে সেই অনুসারে ৩২ জন সুবিধাভোগীদের মধ্যে মাত্র ০৫(পাঁচ) জনের ভাতা (৩০শে এপ্রিল ২০২১ইং অবধি) প্রতিমাসে পাচ্ছেন, বাকি ২৭ জনের মধ্যে ১১(এগার) জন মৃত এবং অবশিষ্ট ১৬(ষোল) জনের মধ্যে ১১(এগার) জন যোগ্য সুবিধাভোগী যাদের ভাতা বিগত এক বছর বা তাঁরও বেশি সময় থেকে বন্ধ হয়ে আছে।

- বিস্তারিত বিবরণ

আমাদের নিরীক্ষণ অনুসারে, ১১(এগার) জন যোগ্য সুবিধাভোগী যাদের ভাতা বিগত এক বছর বা তাঁরও বেশি সময় থেকে বন্ধ হয়ে আছে, তাঁরা প্রত্যেকেই দারিদ্রসীমার নিচে বসবাসকারী জনগণ, এদের মধ্যে অনেকেই এই ভাতার উপর নির্ভরশীল। ২০২০ইং থেকে সারা দেশের সাথে আমাদের ক্ষুদ্র রাজ্য ত্রিপুরাতেও করোনা মহামারীর প্রকোপে জনজীবন বিধ্বস্ত ও বিপর্যস্ত। মহামারীর প্রকোপে সমাজের সকল অংশের জনগণের উপার্জনে ঘাটতি দেখা দিয়েছে, মানুষ অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে দিন যাপন করছেন। এমত স্পর্শকাতর সময়ে যোগ্য সুবিধাভোগীদের মাসিক ভাতা বন্ধ হয়ে যাওয়াটা অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক।

আমি আশা করেছিলাম যে, শ্রীপুর গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ সহ অত্র এলাকার সকল নির্বাচিত জনপ্রতিনিধিরা বিষয়টি গুরুত্ব সহকারে পর্যালোচনা করবেন এবং দ্রুত এই সমস্যার সমাধান করে মানবিকতার পরিচয় দেবেন! কিন্তু দুর্ভাগ্যবশত: আজ অবধি সমস্যা সমাধানের জন্য কোন ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয় নাই!

স্বভাবতই প্রশ্ন জাগে যে, কেন দীর্ঘ আট মাস বা তারও বেশী সময় থেকে যোগ্য সুবিধাভোগী যাদের ভাতা বিগত এক বছর বা তাঁরও বেশি সময় থেকে বন্ধ হয়ে আছে তা পুনরায় চালু করার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হল না?

সেহেতু, একজন সচেতন নাগরিক হিসেবে আমি দাবী করছি যে, অতিসত্বর যোগ্য সুবিধাভোগী যাদের ভাতা পুনরায় চালু করার ব্যবস্থা করতে হবে এবং যে মাসের পর থেকে ভাতা বন্ধ হয়ে আছে সেই মাস থেকে ভাতা পুনরায় চালু হওয়া অবধি তাঁদের ন্যায্য প্রাপ্য এককালীন পরিশোধ করার ব্যবস্থা করতে হবে।

ধন্যবাদ

 

 

CR007394CU00430

full-width