মহাভারতের অর্জুন ও সুভদ্রার পুত্র অভিমন্যুর মৃত্যুর কথা আমরা সবাই জানি! কুরুক্ষেত্রের যুদ্ধে অভিমন্যু বহু কুরুসৈন্যকে হত্যা করেছিলেনসর্বপ্রকার অস্ত্র শিক্ষায় পারদর্শি ছিলেন অভিমন্যু, তিনি মনে করেছিলেন তাকে আর কেউ পরাজিত করতে পারবে না, তিনি অপরাজেয়! অভিমন্যুর অহংকার আর জিদের কারণে তিনি শেষ পর্যন্ত চক্রব্যূহে নিহত হন।

আমরা জানি যে, ভগবান কৃষ্ণ ও অর্জুনের কাছ থেকে অস্ত্র শিক্ষা লাভ করছিলেন অভিমন্যু৷ কিন্তু জন্মের আগে মাতৃ গর্ভে থাকার সময় চক্রব্যূহে ঢোকার পদ্ধতি শুনে নিয়েছিলেন অভিমন্যু, জানতেন না বাইরে আসার পদ্ধতি৷

যুদ্ধের ত্রয়োদশ দিনে সকলের অগোচরে দ্রোণাচার্য অভেদ্য চক্রব্যূহ রচনা করেন। নিজ অহংকার আর জেদের কারনে চক্রব্যূহ প্রবেশ করেন অভিমন্যু, অবশেষে চক্রব্যূহর ফাঁদে পড়ে মৃত্যু হয় অভিমন্যুর।

বিদ্রঃ স্থান-কাল-পাত্র ভেদে এই গল্পের অর্থ ভিন্ন-ভিন্ন হয়।



CR007405CU00472

full-width