দীর্ঘ বছরের প্রতীক্ষার পর ২০১৮ সালের ৩রা মার্চ, ত্রিপুরা রাজ্যে ২৫ বছরের বামফ্রন্ট সরকারের অবসান ঘটে এবং রাজ্যে বিজেপি-আইপিএফটি জোট সরকার ক্ষমতায় আসে।

বিজেপি-আইপিএফটি জোট সরকার ক্ষমতায় আসার পর-পর রাজ্যের গ্রাম পঞ্চায়েত গুলিতেও এর ছাপ পড়ে এবং রাতা-রাতি ক্ষমতার পালা বদল ঘটে। এরই অঙ্গ হিসেবে, উত্তর ত্রিপুরা জেলার যুবরাজনগর ব্লকের অন্তর্গত শ্রীপুর গ্রাম পঞ্চায়েতেও দেখা যায়। প্রথমে গণহারে পদত্যাগ করানো হয় তারপর উপ-নির্বাচনের নামে বিনাপ্রতিদ্বন্দিতায় (মনোনয়ন পত্র প্রত্যাহার করিয়ে) গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা দখল এবং পরবর্তীতে তথাকথিত পূর্ণাঙ্গ নির্বাচনের মাধ্যমে গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা দখল করে বিজেপি।

আশ্চর্যজনক ভাবে শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা বিজেপির দখলে যাওয়ার পর থেকেই কিছু বিরল ঘটনা লক্ষ্য করা গেছে, যেমন ৩রা মার্চ ২০১৮ সাল থেকে ৩১শে মার্চ ২০২১ সাল অবধি সময়ের মধ্যে শ্রীপুর গ্রাম পঞ্চায়েতে কোন ওয়ার্ড সংসদ, কোন গ্রাম সংসদ হয় নাই! এমন কি প্রতিটি আর্থিক বছরের শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের বার্ষিক হিসাবের কোন বই প্রকাশ ও জনগণের মধ্যে বিতরণ করা হয় নাই! ভারত সরকারের আইনকে তোয়াক্কা না করে বছর-পর-বছর একই ভাবে চলে আসছে।

তথাকথিত বিরোধীদল গুলিও যেন ডুমুরের ফুল হয়ে গেছেন! কোথাও কোন প্রতিবাদ নেই! যারা দীর্ঘ ২৫ বছরের দুর্নীতির দুহাঁই দিয়ে ক্ষমতায় এসেছেন তারাও যেন দুর্নীতির সাথে আপোষ করে নিয়েছেন। সহজ সরল ভাষায় বলতে গেলে, তাঁদের চুরি, চুরি আর এদের চুরির পেছনে যুক্তি আছে!

আমি একজন সচেতন নাগরিক হিসেবে আমার গ্রামের প্রতি আমার দায়িত্ব ও কর্তব্যের টানেই তথ্য জানার অধিকার আইনের প্রয়োগের মাধ্যমে এবং ভারত সরকারের বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে আমার গ্রামের জনগণের কাছে সেই তথ্য গুলি পৌঁছে দেওয়ার প্রচেষ্টা করছি, যাতে করে কিছুটা হলেও দুর্নীতি হ্রাস পায়।

শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের ২০১৭-২০২১ অর্থবৎসরের রেগার কাজের তালিকা!

শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের ২০১৭-২০১৮ অর্থবৎসরের রেগার কাজের তালিকা!

শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের ২০১৮-২০১৯ অর্থবৎসরের রেগার কাজের তালিকা!

 

শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের ২০১৯-২০২০ অর্থবৎসরের রেগার কাজের তালিকা!


শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের ২০২০-২০২১ অর্থবৎসরের রেগার কাজের তালিকা!

  


CR007396CU00436

full-width