যুবরাজনগর আরডি ব্লকের অন্তর্গত শ্রীপুর গ্রাম পঞ্চায়েতে সর্বমোট ৯৬৮টি পরিবার আছে। প্রাপ্ত তথ্য অনুসারে ৭১৫টি পরিবার কে সার্ভের মাধ্যমে ত্রিপুরা সরকারের অটল জলাধার প্রকল্প বা কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশন প্রকল্পের জন্য চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ এই ৭১৫টি পরিবারকে বাড়ী বাড়ী স্বচ্ছ পানীয় জলের সংযোগ দেওয়ার কথা। প্রাপ্ত তথ্য অনুসারে এখন পর্যন্ত ৫০২টি পরিবারকে স্বচ্ছ পানীয় জলের সংযোগ দেওয়া হয়ে গেছে!

স্বচ্ছ পানীয় জল দেওয়া তো দুরের কথা বাস্তবে সম্পূর্ণ শ্রীপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় আনুমানিক ১০০টি পরিবারকে স্বচ্ছ পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে কিনা সন্দেহ আছে! যাদের নাম তালিকায় আছে তার মধ্যে ৮০% পরিবারকে কোন জলের সংযোগ দেওয়া হয়নি। আর অনেকের ব্যক্তিগত জলের সংযোগকে সরকারি সংযোগ দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে!

আশ্চর্যজনক ভাবে ব্লক প্রশাসন থেকে শুরু করে মহকুমা ও জেলা প্রশাসন নীরব দর্শকের ভূমিকায় আছেন! শ্রীপুর গ্রাম পঞ্চায়েতের একের পর এক দুর্নীতি জনসমক্ষে তুলে ধরার পরও শাসক দল দৃষ্টান্ত মূলক ব্যবস্থা গ্রহণ করতে পারছেন না। এর ফলে জনমনে ক্ষোভ দিনদিন প্রবল আকার ধারণ করছে।

অন্যদিকে শ্রীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ সুদীর্ঘ বছর থেকে পানীয় জলের সংকটে ভুগছেন। রাম বাম দুই আমলেই গ্রামের মানুষ স্বচ্ছ পানীয় জল থেকে বঞ্চিত হয়ে আছেন।

যুবরাজনগর নগর এলাকায় যদি কোন প্রকৃত জনহিতৈষী নেতা থেকে থাকেন তাহলে উক্ত বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে জনগণের লোট করা অর্থ আদায় ও শ্রীপুর গ্রাম পঞ্চায়েত বাসিকে স্বচ্ছ পানীয় জল প্রদানের লক্ষ্যে পদক্ষেপ গ্রহণের অনুরোধ করছি।

CR007904CV02609

 full-width