শ্রীপুর গ্রাম পঞ্চায়েতে সর্বমোট ৯৬৮টি পরিবার আছে। তথ্য জানার অধিকার আইনে পাওয়া তথ্য অনুসারে ১৮৪টি পরিবারকে Annexure-C List এর মাধ্যমে ঘর দেওয়া হয়েছে। ১৭০টি পরিবারকে Annexure-D List এর অপেক্ষামান তালিকায় নাম রাখা হয়েছে। Annexure-D এর Geo-Tagging List এ নাম থাকা স্বত্বেও ১৬৩টি পরিবারের নাম বিনা নোটিশে কাটা হয়েছে। এবং প্রায় ১০০টি পরিবার যারা ঘর পাওয়ার যোগ্য তাঁদের Geo-Tagging পর্যন্ত করা হয় নাই।

Annexure-C List

অন্যদিকে, * সরকারি চাকুরিজীবি পরিবারকে ঘর দেওয়া হয়েছে! * একই রেশন কার্ডের দুই জনকে ঘর দেওয়া হয়েছে। * এরকম অনেক পরিবার আছেন যাদের ঘর পাওয়ার মত যোগ্যতা থাকা সত্বেও তাদের নাম বাতিল করে দেওয়া হয়েছে!

PMAY-G GEO-TAGGING 'D' LIST OF SRIPUR GP


শ্রীপুর গ্রামে আজকের তারিখ অবধি যাদের যাদের ঘর দেওয়া হয়েছে বা আগামীতে ঘর দেওয়ার জন্য Annexure-D List এর অপেক্ষামান তালিকায় যাদের নাম আছে তাদের মধ্যে ৭০% থেকে ৮০% ঘর প্রাপকের ক্ষেত্রে যে  নিয়মকানুন লাগু করা হয়নি সেই সব নিয়মকানুন শ্রীপুর গ্রামের অন্যান্য পরিবার গুলির ক্ষেত্রে কেনো প্রয়োগ করা হল তাও আমি বুঝে উঠতে পারছি না?

 Annexure-D final List upto 08.06.2022


CR007857CV02259

full-width