যুবরাজনগর আরডি ব্লকের অন্তর্গত ২২টি গ্রাম পঞ্চায়েতে আনুমানিক ১২৫০০টি পরিবার আছে। প্রাপ্ত তথ্য অনুসারে আনুমানিক ১০,৫০০টি পরিবার কে সার্ভের মাধ্যমে ত্রিপুরা সরকারের অটল জলাধার প্রকল্প বা কেন্দ্রীয় সরকারের জল জীবন মিশন প্রকল্পের জন্য চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ এই ১০,৫০০টি পরিবারকে বাড়ী বাড়ী স্বচ্ছ পানীয় জলের সংযোগ দেওয়ার কথা। প্রাপ্ত তথ্য অনুসারে ১লা এপ্রিল ২০১৯ইং থেকে ১৩ই অক্টোবর ২০২২ইং পর্যন্ত ৮৩৩৮টি পরিবারকে স্বচ্ছ পানীয় জলের সংযোগ দেওয়া হয়ে গেছে!

বাড়ী বাড়ী স্বচ্ছ পানীয় জল দেওয়া তো দুরের কথা বাস্তবে সম্পূর্ণ যুবরাজনগর আরডি ব্লক এলাকায় আনুমানিক ২০% পরিবারকে স্বচ্ছ পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে কিনা সন্দেহ আছে! যাদের নাম তালিকায় আছে তার মধ্যে ৮০% পরিবারকে কোন জলের সংযোগ দেওয়া হয়নি। আর অনেকের ব্যক্তিগত জলের সংযোগকে সরকারি সংযোগ দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করা হয়েছে!

গ্রাম পঞ্চায়েতের নাম অনুসারে জল জীবন মিশন প্রকল্পের বেনিফিশিয়ারি লিষ্ট!

CR007909CV02631

full-width